পেলের মৃত্যুতে ফুটবল তারকাদের শোক বার্তা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:১৬

পেলে

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৮২ বছর বয়সে পরলোক গমন করেছেন ফুটবলের রাজা পেলে। তার মৃত্যুতে স্তব্ধ গোটা বিশ্ব। বিশেষ করে ফুটবল জগতে শোকের মাতম চলছে। এই কিংবদন্তির মৃত্যুতে সাবেক-বর্তমান ফুটবলাররা নিজেদের শোক জানান দিচ্ছেন।

পেলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করাদের মধ্যে আছেন ওয়েন রুনি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেই পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন।

পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রুনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে। কিংবদন্তি’। এদিকে দুইটি এবং ব্রাজিলের জার্সিতে পেলের একটি ছবিসহ মোট তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন’।

আরও পড়ুন: পেলের মৃত্যুতে সাকিব-শচীনের শোক প্রকাশ

ফিফার একটি অনুষ্ঠানে তোলা পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘পেলের পরিবার এবং পুরো ব্রাজিলের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। ফুটবল বিশ্ব তার এক কিংবদন্তিকে হারাল। তার স্মৃতি আমরা কখনোই ভুলব না। শান্তিতে থাকুন, রাজা।’

অপরদিকে পেলের স্বদেশী নেইমার বেশ আবেগতাড়িত এক বার্তা লিখেছেন। আর একটি গোল করলেই নেইমার ভেঙ্গে দিবেন ব্রাজিলের হয়ে পেলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। ব্রাজিলিয়ান হওয়ায় নেইমারের যন্ত্রণাটা অনেক বেশি। পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ফুটবলকে খেলার গন্ডি থেকে আপনিই বের করে এনেছেন। ফুটবলকে সার্বজনীন করে তুলেছেন আপনিই। সবাই ফুটবলে মজছে আপনাকে দেখেই।’

পোলিশ তারকা রবার্ত লেভানদোভস্কি বলেছেন, ‘শান্তিতে থাকুন চ্যাম্পিয়ন। স্বর্গে নতুন তারকা আসছে। ফুটবল বিশ্ব একজন নায়ককে হারালো।’

ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোস বলেছেন, ‘আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ফুটবল বিশ্ব আপনাকে ধন্যবাদ দিচ্ছে।’

এদিকে, কিংবদন্তি তারকার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র একদিন ক্ষমতায় রয়েছেন তিনি।

পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার ক্লাব সান্তোসের ঘরের মাঠ বলে পরিচিত ভিলা বেলমিরো স্টেডিয়ামে।

সান্তোস বিবৃতিতে জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। যেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।



বিষয়: পেলে


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top