মেসি-রোনালদোর ম্যাচ বলেই এক টিকিটের দাম ২৫ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ০৩:৩৬

মেসি-রোনালদো

চলতি জানুয়ারি মাসেই সৌদি আরব সফরে আসবে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, এছাড়াও আসছেন বিশ্বকাপের ফাইনাল খেলা কিলিয়ান এমবাপ্পে ও কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়া নেইমার। পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সৌদি ক্লাব আল নাসরে ও আল হিলালের সমন্বয়ে গড়া দল। আগামী ১৯ জানুয়ারি রোনালদো মাঠে নামবেন, তবে আল নাসরের জার্সিতে নয়। ভিন্ন জার্সিতে।

এটি মূলত প্রীতি ম্যাচ। রোনালদো-নেইমার-মেসি-এমবাপ্পেরা যে ম্যাচে খেলবেন, সেটি দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে থাকাই স্বাভাবিক। প্রীতি ম্যাচ হলেও আগাম রোমাঞ্চ ছড়াচ্ছে ম্যাচটি। যে ম্যাচের একটি বিশেষ টিকিটের দাম উঠেছে বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।

আরও পড়ুন: এবার ফিটনেস কোচের প্রেমে মজেছেন শ্রাবন্তী!

সৌদি আরবের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান আজম টেক কোম্পানির স্বত্বাধিকারী মুহাম্মদ আল মুনাজেম এই ম্যাচের বিশেষ টিকিট কিনতে ৯৩ লাখ রিয়াল খরচ করতে রাজি আছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, টিকিট কিনতে পারলে তার প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এতিমদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করবেন।

প্রথমে সেই টিকিট কিনতে ২৫ লাখ রিয়াল প্রস্তাব করেন সৌদির এক ব্যবসায়ী আবদুল আজিজ বাঘলেফ। পরের ধাপে টিকিটের দাম ৭০ লাখে নিয়ে যান আরেক ব্যবসায়ী। শেষ পর্যন্ত মুয়াজেম অঙ্কটা ৯৩ লাখে নিয়ে দাঁড় করান। ম্যাচের বাকি আরও কয়েকটা দিন। ধারণা করা হচ্ছে, দাম আরও বাড়তে পারে মেসি-রোনালদোর ম্যাচের সেই বিশেষ টিকিটের।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top