রোনালদোর সঙ্গে ছবি না তোলা প্রসঙ্গে বেনজেমা
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ০৭:২২
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এখন সৌদি আরবে অবস্থান করছে। যেখানে রিয়াল স্কোয়াডের সঙ্গে সৌদি ক্লাব আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনীও হয়েছে। রোনালদোকে কাছে পেয়ে স্বপ্ন পূরণও হয়েছে রিয়ালের তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর। তবে সেখানেই দেখা গেছে ব্যতিক্রমী এক ঘটনা।
‘সিআর সেভেন’–এর সঙ্গে ছবি তুলে পোস্টও করেছেন দুই ব্রাজিলিয়ান তারকা। তবে রোনালদোর সঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি তাঁর দীর্ঘদিনের সতীর্থ করিম বেনজেমাকে। দুজনের পুরোনো সম্পর্কে ফাটলের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেনজেমা। বলেছেন, নিজেদের বন্ধুত্ব প্রমাণের জন্য ছবি তুলে দেখানোর দরকার নেই।
আরও পড়ুন: বিপিএলে আম্পায়ারের ভুল ডিসিশনে বিসিবির অদ্ভূত ব্যাখ্যা
রবিবার (১৫ জানুয়ারি) রাতে স্প্যানিশের সুপার কাপের ফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এর আগে আল নাসর স্পোর্টস সিটিতে অনুশীলন করেছে রিয়াল। সেখানেই মূলত রোনালদো গিয়ে দেখা করেছেন রিয়ালের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে।
রিয়াল তারকাদের অনেকেই সে সময় রোনালদোর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তবে রোনালদোর সঙ্গে দেখা যায়নি বেনজেমাকে। পরে রোনালদোর সঙ্গে কোনো ছবি পোস্ট না করার কারণ জানতে চাইলে বেনজেমা বলেন, ‘ছবি তুলে আমাদের এটা বলার প্রয়োজন নেই যে আমরা বন্ধু। ছবি হচ্ছে মূলত ইনস্টাগ্রাম কিংবা টুইটারের জন্য। সে অন্য এক দুনিয়া।’ মূলত অনুশীলনে ব্যস্ত থাকার কারণেই রোনালদোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়নি বলে মন্তব্য করেছেন বেনজেমা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।