বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

রেফারিকে ঘুষি মেরে

৩০ বছর নিষিদ্ধ হলেন ফরাসি ফুটবলার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০১

৩০ বছর নিষিদ্ধ হলেন ফরাসি ফুটবলার

রেফারির ঘুষি মারার অপরাধে এই প্রথম কোনো ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমন বিচিত্র ঘটনা ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেছিল কি না সন্দেহ আছে।

কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সে এবার এই অদ্ভুত ঘটনাই ঘটলো। রেফারিকে ঘুষি মারার জন্য দেশটির এক ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্সের লোরিয়েত জেলার ফুটবল শৃঙ্খলা কমিটি। ওই ফুটবলারের নাম অবশ্য জানানো হয়নি। আয়োজকরা তাকে শুধু ‘ফ্যানাটিক’ ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছে।

আরও পড়ুন: বাথরুমে কান্নায় ভেঙে পড়তেন শাহরুখ!

রেফারিকে ঘুষি মারার কাণ্ডটা ঘটে গত ৮ জানুয়ারি লোরিয়েত কাপে, গাতিনায়েস অ্যাঁতেত স্পোর্টিভা ও অলিভেত ক্লাবের মধ্যকার ম্যাচে। ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করার অপরাধে ওই ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি বুরাক তাসের। কিন্তু ফুটবলার লাল কার্ড মেনে নিতে পারেননি। ৩৫ বছর বয়সি ওই ফুটবলার ক্ষেপে গিয়ে রেফারির মুখে ঘুষি মেরে বসেন। রেফারি বুকার বেশ আঘাত পান, ব্যথায় দুইদিন কোনো কাজ করতে পারেননি তিনি।

শুধু ওই ফুটবলারকেই নয়, তার অপরাধের শাস্তি পেতে হয়েছে ক্লাব গাতিনায়েস অ্যাঁতেত স্পোর্টিভাকেও। ক্লাবটিকে ১ হাজার ১০০ ইউরো জরিমানা করা হয়েছে, পাশাপাশি আগামী তিন বছরের জন্য লোরিয়েত কাপে নিষিদ্ধ করা হয়েছে। ২৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যাওয়া ম্যাচটিতেও প্রতিপক্ষ অলিভেতকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়!

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top