ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক এমবাপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৯

এবার ফ্রান্স দলের গুরুদায়িত্বও উঠতে যাচ্ছে এমবাপের কাঁধে। কিলিয়ান এমবাপের বয়সটা মাত্র ২৪। তাতে কি! এরই মধ্যে নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বকাপ জয়ের তকমা। সেই সঙ্গে সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হলেও গোল্ডেন বুট জিতে নিয়েছেন ঠিকই।

হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের নাম। তবে মাত্র ২৯ বছর বয়সেই আকস্মিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ভারানে। এছাড়া বিশ্বকাপের পর একই পথে হেঁটেছেন করিম বেনজেমাও।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত মেসির

বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে নতুন করে আলোচনায় কিলিয়ান এমবাপে। ফ্রান্স ফুটবলের তরফে এমনই আভাস মিলেছে। যদিও বয়সের মাপকাঠিতে এখনও কিছুটা পিছিয়ে, তবে সিনিয়রদের মধ্যে একে একে সবাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলায় এমবাপের হাতেই উঠছে অধিনায়কত্বের আর্মব্যান্ড।

এদিকে, চলতি মৌসুমে ভাইস ক্যাপ্টেন হিসেবে এমবাপের নাম ঘোষণা করেছে পিএসজি। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই নেতৃত্বের সারিতে আছেন ফরাসি এ তারকা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top