সিরিয়া-তুরস্ক ভুমিকম্প
তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপে মিললো ঘানাইয়ান ফুটবলারের নিথর দেহ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৮
তুরস্কে ভূমিকম্পে চেলসি ও নিউ ক্যাসেলের সাবেক ঘানাইয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তুপ থেকে। তুরস্কের দক্ষিণের অঞ্চল হাতায়ের বাড়িতে থাকার সময় ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে বাড়িটি ধসে পড়ার পর থেকে ৩১ বছর বয়সী ফুটবলারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
১২ দিনের খোঁজ শেষে ঘানাইয়ান এই ফুটবলারের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
সাবেক চেলসি ও নিউ ক্যাসেলের উইঙ্গারের প্রতিনিধি মুরাট উজুনমেহমেত শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করেন।
মুরাট বলেন, তুর্কি ক্লাব হাতায়েস্পোরের হয়ে খেলতেন আতসু। ‘আতসুর প্রাণহীন দেহ একটি স্তুপের মধ্যে থেকে পাওয়া গেছে। আরো কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। তার ফোনও পাওয়া গেছে।’
বিষয়: তুরস্কে ভূমিকম্প ঘানাইয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আতসু মরদেহ উদ্ধার ধ্বংসস্তুপ newsflash71 News Latest News newsflash Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।