মেসির সঙ্গে সব সময় কথা হয় বার্সা কোচের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫৮
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চলতি জুনেই শেষ হয়ে যাবে মেসির চুক্তির মেয়াদ। নতুন করে এখনো চুক্তি নবায়ন করেননি ফরাসি ক্লাবটির সঙ্গে। আর্জেন্টাইন তারকা চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোনো ক্লাবে যোগ দেবেন সেটি এখনো নিশ্চিত নয়। ভক্তদের বড় একটি অংশ মেসিকে বার্সেলোনায় দেখতে চায়। বার্সা কোচ জাভি হার্নান্দেজও জানালেন মেসির জন্য সব সময় দরজা খোলা।
উয়েফা ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়েও কথা বলেন বার্সা কোচ জাভি। তিনি বলেন, ‘এটা (বার্সেলোনা) তার বাড়ি, তার জন্য সব সময় দরজা খোলা। (মেসি) একজন বন্ধু এবং আমরা সব সময় যোগাযোগ রাখি।’ মেসি বার্সায় ফিরবেন কি না ‘এটা নির্ভর করছে সে তার ভবিষ্যতের জন্য কী চায়, ক্লাব কিভাবে এটাকে দেখে। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা। সে সব সময় ফিট।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে পাঁচজন নিহত
বার্সেলোনার পাশাপাশি মেসির ভবিষ্যৎ গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির নামও আসছে। সৌদি আরবের আল হিলালের নামও শোনা যায়। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি পিএসজিতেই থাকেন নাকি অন্য কোথাও চুক্তিবদ্ধ হন- সেটাই এখন দেখার বিষয়।
বিষয়: ফরাসি ক্লাব পিএসজি মেসির চুক্তি চুক্তির মেয়াদ বার্সেলোনা newsflash71 News Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।