পূর্ণ সুযোগ নিলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১, ২২:১৭

মহামারি করোনার কারণে মূল দল ছাড়াই মাঠে নামা অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের ৪র্থ রাউন্ডে পা রেখেছে লিভারপুল।

ম্যাচটা মাঠে গড়ানো নিয়েই ছিল সংশয়। কারণ ম্যাচের একদিন আগেই করোনা পজিটিভ হন ভিলার প্রধান কোচসহ মূল দলের প্রায় সবাই। তাই বাধ্য হয়েই বয়সভিত্তিক দল মাঠে নামাতে হয়।

লিভারপুল ম্যাচে ভিলার মূল একাদশের ৭ খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ এবং বাকি ৪ জনকে নেওয়া হয় অনূর্ধ্ব-১৮ দল থেকে।

খেলা শুরুর মাত্র চার মিনিটেই সাদিও মানের হেড থেকে গোল হজম করে ভিলা। তারপরও প্রথমার্ধের বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রেখে ৪১তম মিনিটে ১৭ বছরের লুই ব্যারি সফরকারীদের চমকে দিয়ে সমতা ফেরান।

ভিলার দুর্ভাগ্য যে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর একাদশের তরুণদের খেলায় ক্লান্তির ছাপ দেখা যায়। আর এই সুযোগে তুলনামূলক অনেক বেশি অভিজ্ঞ অলরেডসরা তাদের চেপে ধরে এবং ৩ গোল তুলে নেয়। ৬০তম মিনিটে সতীর্থের হেডে লুপ করে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। এর পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top