ফাইনালে অনিশ্চিত মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০১:১০

ফাইনালে অনিশ্চিত মেসি!

সুপার কাপের ফাইনালে মেসির থাকা এখনও নিশ্চিত নয়। সুপার কাপের ফাইনালে মেসির থাকা এখনও নিশ্চিত নয়। রোববার (১৭ জানুয়ারি) রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে নামবে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও প্রাণভোমরা মেসির থাকাটা নিশ্চিত নয় এখনও।

অনির্ধারিত এক ফিটনেস ইস্যুতে বুধবার সেমিফাইনালে খেলতে পারেননি মেসি। বার্সার সর্বকালের সর্বোচ্চ স্কোরারকে বাদ রেখেই সেদিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দল সাজাতে হয়েছিল কোম্যানকে। মেসি না থাকায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ পড়েছিল বার্সার ওপর। সেখান থেকে তারা উদ্ধার হয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেনের অসাধারণ গোলকিপিংয়ে। নির্ধারিত সময় ও টাইব্রেকারে তার বীরত্বেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

এই অবস্থায় রোববারের ফাইনালে মেসির খেলার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে বার্সা কোচ কোম্যান বলেছেন, ‘আসলে সব কিছু মেসির ওপরই নির্ভর করছে। ওই সিদ্ধান্ত নেবে খেলবে কিনা, কারণ শরীরিক সমস্যাটা ওর নিজের।’

মেসি থাকলে যে দল শক্তিশালী হয়ে ওঠে, তা ভালো করেই জানেন কোম্যান। কিন্তু তার খেলতে হলে যে ফিটনেস থাকা প্রয়োজন শতভাগ। সেই কথা মনিয়ে করিয়ে দিলেন বার্সা কোচ, ‘মেসি থাকলে দল শক্তিশালী হয়ে ওঠে তাতে সন্দেহ নেই। ও যেভাবে প্রভাব বিস্তার করে, স্কোর করে, সেটা এখন আমরা খুব মিস করছি। কিন্তু ওকে ফিরতে হলে তো শতভাগ ফিটনেস প্রয়োজন। আর এটা মনে রাখতে হবে এই ম্যাচটাই মৌসুমের শেষ নয়।’

অবশ্য মেসি না থাকলেও যে জিততে সমস্যা হয় না বার্সার, তার প্রমাণ পাওয়া গেছে সর্বশেষ ম্যাচেই। কিন্তু সেই জয়ে আক্রমণে ছিল না একাধিপত্য। ফলে মেসির অনুপস্থিতি টের পাওয়া গেছে ঠিকই। শিরোপার লড়াইয়ে ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ২টায়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top