সত্যিই কী সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি?

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলার কে? তা নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে চলছে লড়াই। বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে চলে আসছে তর্কযুদ্ধ। নানা যুক্তিতর্কে সেরার তালিকায় বরাবরই নিজেদের পছন্দের তারকাদের এগিয়ে রাখেন ভক্তরা।

আগে তর্ক হতো, পেলে না ম্যারাডোনা সেরা? পরে সেই তালিকায় যুক্ত হয় পেলে, ম্যারাডোনা, মেসি ও রোনালদোর নাম। কালের বিবর্তনে নিজের ক্ষুরধার পারফর্ম্যান্সে এ তর্কে ছেদ ফেলেন মেসি। যিনি ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছেন, ৮ বার পুরস্কারটি জিতে তিনি রয়েছেন সবার ওপরে। একমাত্র অবশিষ্ট ছিল একটি বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জিতে সেই তর্কে এবার চিরদিনের জন্য সিলগালা করে দিয়েছেন মেসি।

তারপরও সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর চেষ্টা হয়েছে বহুবার। কখনও করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। কখনও ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। চলুন জানা যাক, ভক্তদের রায় কী বলছে?

সর্বকালের সেরার মুকুট দখলে রেখেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ম্যারাডোনাকে হটিয়ে দুইয়ে অবস্থান করেছেন ব্রাজিলের কিংবদন্তী পেলে। তিনে আছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। চারে জায়গা করে নিয়েছেন টোটাল ফুটবলের জনক ডাচ তারকা ইয়োহান ক্রুইফ। তার পরেই পাঁচে আছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। দশম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top