ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৪

ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র

ব্যালন ডি'র অল্পের জন্য মিস হলেও ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের নাম ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।

১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।

ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন।

২০২৪ ফিফা বর্ষসেরা হলেন যারা

বর্ষসেরা পুরুষ ফুটবলার: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনানাতি (বার্সেলোনা, স্পেন)

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)।

বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

বর্ষসেরা সেরা নারী কোচ: এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহের (সিকাগো রেড স্টার্স, যুক্তরাষ্ট্র)

পুরুষদের সেরা গোলের পুসকাস পুরস্কার: আলেহান্দ্রো গারনাচো (এভারটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেড)

নারীদের সেরা গোলের মার্তা পুরস্কার: মার্তা (ব্রাজিল বনাম জ্যামাইকা)

ফিফা ফেয়ার প্লে পুরস্কার: থিয়াগো মাইয়া (ইন্তারনাসিওনাল)

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গুলের্মে গান্দ্রা মউরা

ফিফা বর্ষসেরা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), কারবাহাল, রুডিগার, দিয়াস, সালিবা, বেলিংহাম, ক্রুস, রদ্রি লামিনে ইয়ামাল, হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top