কেএফএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৮:৩৬

কেএফএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়ায় চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত আদর্শ সমাজ গড়ার প্রত্যয়ে নৈপূণ্যময় ফুটবল খেলা দর্শক মুগ্ধে ১৫ ই মার্চ সোমবার গোধুলী লগ্নে খামার দশলিয়া তরুণ সংঘ এর আয়েজনে "খামার দশলিয়া ফুটবল লীগ" এর স্বপ্নীল ফাইনালে প্রধান অতিথি হিসেবে ৩১ গাইবান্ধা-৩ মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি দলীয় মিটিং থাকায় উপস্থিত না থাকলেও ইঞ্জিনিয়ার আলহাজ্ব ফজলুল হক মন্ডল এর সভাপতিত্বে মিজানুর রহমান পিপুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন।

জেলা যুবলীগের সহ-আইন বিয়ষক সম্পাদক ও মাননীয় এমপির সাদুল্লাপুর প্রতিনিধি এ্যাডঃ আনোয়ারুল আজীম,নলডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, যুবলীগের সিঃ যুগ্ন আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইসলাম রাসেল, সেচ্ছাসেবকলীগের সভাপতি আহম্মেদ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম শাহীন, আলহাজ্ব জামাল উদ্দিন, হাসানুল হুদা রাশেদ, আনোয়ার হোসেন, প্রমুখ।

নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব বনাম গাইবান্ধা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলার প্রধান আকর্ষণ ছিল দু’দলে ক্ষুদে খেলোয়াড় সঙ্গীসহ খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াড়। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় গাইবান্ধা স্পোর্টিং ক্লাব ১৭ নং জার্সিধারী খেলোয়ার সহযোগী ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার গোল করে নলডাঙ্গা দলকে হারিয়ে ২-০ গোলে গাইবান্ধা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার ছাড়াও সেরা রেফারি, সেরা গোলকিপার, সেরা গোলদাতা, সেরা কোর্চ, সেরা টিম ম্যানেজার, সেরা ধারাভাষ্যকার, সেরা দর্শককে পুরস্কুত করা হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top