রাতে শুরু হচ্ছে কোপা আমেরিকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২২:১১
অনেক নাটকীয়তা ও অনিশ্চয়তার পর ব্রাজিল ২০২১ সালের কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেয়েছে। যদিও এটি প্রথমে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে হওয়ার কথা ছিল। কলম্বিয়া ও আর্জেন্টিনা সরে দাঁড়ানোয়, ব্রাজিলকে আয়োজক হিসেবে বেছে নিয়েছে কোপার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনিশ্চয়তা ছাপিয়ে রোববার রাতেই শুরু হচ্ছে কোপার এবারের আসর। এরই মধ্যে ব্রাজিলের হাইকোর্ট থেকেও মিলেছে সবুজ সংকেত। বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় নিজেদের ‘ছয়ে ছয়’ করার মিশনে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
স্বাগতিক দলে তেমন কোনো শঙ্কার খবর না থাকলেও শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেনেজুয়েলার ৮ জন খেলোয়াড় ও ৩ জন কোচিং স্টাফ। বদলি খেলোয়াড় হিসেবে নতুন ১৫ জনকে দলে ডেকে নিয়েছেন ভেনেজুয়েলার কোচ।
অপরদিকে, খেলা নিয়ে নিশ্চিন্ত ব্রাজিল। কেননা তাদের নিজেদের সাম্প্রতিক ফর্ম কিংবা ভেনেজুয়েলার বিপক্ষে অতীত পরিসংখ্যান, সবই কথা বলছে তিতের দলের পক্ষে। ভেনেজুয়েলার বিপক্ষে সবমিলিয়ে ২৭ ম্যাচ খেলে মাত্র ২ বার হেরেছে ব্রাজিল, জিতেছে ২২টি ম্যাচে। জয়ের সংখ্যাটি ২৩-এ উন্নীত করার লক্ষ্যেই আজ রাতে খেলতে নামবে তারা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোপা আমেরিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।