নিজেদের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে ইতালি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৬:২১
উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। শনিবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইতালি।
সেইশাথে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে তারা। ২০১৮ সালের সেপ্টেম্বরে ন্যাশন্স লিগে পর্তুগালের কাছে সবশেষ হেরেছিল তারা। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ইতালি টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ে নিশ্চিত করল ইউরোর শেষ আট।
ওয়েম্বলিতে অবশ্য প্রথমার্ধে ইতালির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে জালের নাগালও পেয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত সময়ে ৯৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় ইতালি। ১০৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। কিন্তু ১১৪ মিনিটের মাথায় অস্ট্রিয়ার সাসা কালাজদিক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।
এর মধ্য দেয় ইতালির টানা ১১ ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড ভেঙে যায়। দ্বাদশ ম্যাচে এসে তারা গোল হজম করে। কিন্তু এরপর আর জালের নাগায় পায়নি অস্ট্রিয়া। তাতে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: উয়েফা ইউরো কোয়ার্টার ফাইনাল ইতালি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।