মডার্নার টিকা নিতে পারবে ইউরোপের শিশু-কিশোররা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০১:২৩

মডার্নার টিকা নিতে পারবে ইউরোপের শিশু-কিশোররা

১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মডার্নার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার দুই ডোজের টিকাটি চার সপ্তাহের ব্যবধানে নেওয়া যাবে।

শিশু-কিশোরদের জন্য দ্বিতীয় টিকা হিসেবে মডার্না পেল ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন কর্তৃপক্ষের অনুমোদন। এর আগে মে মাসে শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সরকারী নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গেল বছর ১৮ ডিসেম্বর জরুরি প্রয়োজনে ব্যবহারে মডার্নার করোনা টিকার অনুমোদন দিয়েছিল। তারপর ৬ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখা সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ইউরোপের দেশগুলোকে এই টিকা ব্যবহারের অনুমতি দেয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top