করোনা চিকিৎসায় আসছে অ্যান্টিভাইরাল পিল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২২:৪০

করোনা চিকিৎসায় আসছে অ্যান্টিভাইরাল পিল

করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসতে যাওয়া অ্যান্টিভাইরাল পিল কিনতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। যদিও এই ওষুধটি এখনও যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের অনুমোদন পায়নি।

তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান এয়ারফিনিটি জানিয়েছে, ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আটটি দেশ মলনুপিরাভির কেনার চুক্তি করেছে বা এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে। এসব দেশের মধ্যে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে। মলনুপিরাভির নামের এই ওষুধটি উৎপাদন করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। একে করোনা মহামারি মোকাবিলায় ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, বিশেষ করে যারা টিকা পেতে সমর্থ হয়নি তাদের বেলায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পিলটি করোনা চিকিৎসায় আশাব্যঞ্জক। তবে আশঙ্কা রয়েছে, অনেকে টিকার বিকল্প হিসেবে এই ওষুধটি ব্যবহার করতে পারে। অথচ এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় টিকাই সবচেয়ে ভালো সুরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top