ক্যাপসুল আকারে আসছে করোনার টিকা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২২:৩৯
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক হিসেবে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে টিকা দেওয়া শুরু হয়েছে।
এর মধ্যেই নতুন সুসংবাদ। এবার করোনা টিকা আসছে ক্যাপসুল আকারে। আমেরিকা ও ইসরায়েল ও ভারতের যৌথ উদ্যোগে আসছে দ্বিতীয় প্রজন্মের এই টিকা।
জানা গেছে, ইসরায়েল-আমেরিকান কোম্পানি ওরামেড এবং ভারতীয় কোম্পানি প্রেমাস বায়োটেক যৌথভাবে তৈরি করেছে এই টিকা। এর নাম দেওয়া হয়েছে ওরাভ্যাক্স। এ বছরেই এর প্রথম দফা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে বলে এক ঘোষণায় বলা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী জুনেই শুরু হবে এই পরীক্ষা। এখন পর্যন্ত এর সফলতা সম্পর্কে কোনও নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরীক্ষা শেষে বোঝা যাবে এটা কতটা কার্যকর। তা জানতে হয়তো এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ক্যাপসুল করোনার টিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।