দেশে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২১, ১৭:৩০
দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসার আগেই নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।
বারডেমে চিকিৎসাধীন থাকা সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন বলে রোববার (৩০ মে) রাতে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, ব্ল্যাক ফাঙ্গাসে গত ২৫ মে রোগীটি মারা গেছে বলে চিকিৎসকরা সন্দেহ করেছিলেন। আজকে রোববার রাতে ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু নিশ্চিত করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
এর আগে রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ডা. রোবেদ আমিন বলেন, দেশে মিউকরমাইকোসিসে একজন রোগী মারা গেছেন। সেই একজন রোগী বারডেমে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ২৫ মে বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন বলেন, আমরা সন্দেহ করছি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছেন। তবে আমরা কনফার্ম করছি না। আজ রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।