পরীমনির জামিন আবেদন জজ আদালতে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ২৩:৪৩
মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিনের জন্য এবার তার আইনজীবী ঢাকার জজ আদালতে আবেদন করেছেন। রোববার (২২ আগস্ট)পরীমনির আইনজীবী মজিবুর রহমান ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই আবেদন করেন।
বিচারক আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।
এ প্রসঙ্গে মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা আবেদনে বলেছি যে পরীমনি অসুস্থ। তিনি অনেকগুলো নির্মিতব্য সিনেমার অভিনেত্রী ছিলেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম ভূমিকায় অভিনয় করছিলেন। তার গ্রেপ্তারের কারণে সিনেমার কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। এটা শুধু প্রযোজক, পরিচালক আর দর্শক নন, রাষ্ট্রেরও ক্ষতি ।”
এর আগে, গত ১৯ অগাস্ট মাদক মামলায় ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
সেই রিমান্ড শেষে পরীমনিকে শনিবার আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
কিন্তু পরীমনির আইনজীবীরা জামিনের কোনো আবেদন এদিন করেননি। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদন না করায় শুনানি শেষে পরীমনি প্রকাশ্যেই তার আইনজীবীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।