অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১২
সারাদেশে অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তালিকায় যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে (২০ সেপ্টেম্বর) রিটের শুনানিতে প্রতারিত মানুষের অবস্থা তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ নিয়ে হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। পরবর্তীতে এ বিষয়ে আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।