শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন হাইকোর্টের

ইভ্যালি পরিচালনায় ৪ সদস্যের অন্তবর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এই কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্যানেলে আছেন একজন সাবেক বিচারপতি, দুই সচিব, চার্টার্ড সেক্রেটারি ও ১ জন আইনজীবী।
বোর্ডের সদস্যরা হলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুবুল করিম, চার্টার্ড একাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী শামীম আজিজ খান।

এর আগে ১২ অক্টোবর ইভ্যালির বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top