আদালতে হাজির করা হচ্ছে আরজে নিরবকে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২২:২১
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার (২০ অক্টোবর) আদালতে হাজির করা হচ্ছে। দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, ১৮ অক্টোবর (সোমবার) মামলার তদন্ত কর্মকর্তা ‘সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস’র উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন আরজে নিরবের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমে ধামাকা বিগ বিলিয়ন রিটার্ন অফারে পণ্যের ওপর ৩৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফারসহ অসংখ্য অফার দিয়ে ডিজিটাল প্রতারণা করেছেন। এর মাধ্যমে অবৈধ ই-ট্রান্সজেকশনের মাধ্যমে গ্রাহকদের শতশত কোটি টাকা আত্মসাৎ করেছেন। তারা ক্রেতাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ না করে বেআইনি ই-ট্রান্সজেকশনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ডিজিটাল প্রতারণা করেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।