বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ইভ্যালির নতুন ব্যবস্থাপনা বোর্ডের সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৩:১৬

ইভ্যালির নতুন ব্যবস্থাপনা বোর্ডের সভা মঙ্গলবার

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনায় নতুন বোর্ডের প্রথম সভা মঙ্গলবার (২৬ আক্টোবর) অনুষ্ঠিত হবে। নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ আক্টোবর) সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এ সভা হবে। এটি নতুন বোর্ডের প্রথম সভা। সেখানে চেয়ারম্যানসহ নতুন বোর্ডর সদস্যরা উপস্থিত থাকবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কীভাবে কাজ করা হবে সে বিষয়ে আলোচনা হবে সেখানে।

এ কমিটির কাজ প্রসঙ্গে হাইকোর্ট বলেন, আদালতের আদেশ পাওয়ার পরপরই তারা (কমিটি) বোর্ড মিটিংয়ে বসবেন। কোথায় কী আছে সবকিছু বুঝে নেবেন। কোম্পানি যেভাবে চলে, সেভাবে প্রথমে বোর্ড মিটিং বসবে। তাদের (বোর্ড) দায়িত্ব হলো টাকাগুলো কোথায় আছে, কোথায় দায় আছে, তা দেখা।

উল্লেখ্য, গ্রাহকের অর্থআত্মসাত ও প্রতারণার মামলায় বর্তমানে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন জেল হাজতে রয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top