আহসানউল্লাহ থেকে প্রশ্নফাঁস, জড়িত তিন জন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০১:৫০
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ সরকারি ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে ফাঁস হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এমন তথ্যের পর আইটি বিভাগের তিন জনকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে নিয়মশৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে। বরখাস্তকৃত তিন জন হলেন, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক টেকনিশিয়ান মো. মুকতারুজ্জামান, ল্যাব অ্যাটেন্ডেন্ট মো. পারভেজ মিয়া, অফিস অ্যাটেন্ডেন্ট মো. দেলোয়ার হোসেন।
বুধবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হাফিজ আক্তার জানান, 'কয়েকটি সরকারি ব্যাংকের কর্মকর্তা ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের কাছে ৫-১৫ লাখ টাকায় বিক্রি করেছেন। চক্রটি প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের মাধ্যমে হাতিয়ে নিয়েছে মোট ৬০ কোটি টাকা। প্রশ্ন নিতে যারা টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়, তাদের ‘গোপন বুথে’ নিয়ে প্রশ্নের উত্তর মুখস্ত করানো হয়। এভাবে ৬০-৭০ ভাগ এমসিকিউ এর সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়েছে।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোয়েন্দা পুলিশ ডিবি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ সরকারি ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।