বাবার কাছেই থাকছে জাপানি দুই শিশু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৫:১১
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যা বাবার জিম্মায় থাকবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২১ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে দুই শিশুকে তার বাবার কাছে থাকার অনুমতি দেন আদালত। সেই সাথে মায়ের জন্য জুড়ে দেন কিছু নির্দেশনা।
জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জাপানি শিশু হাইকোর্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।