জি কে শামীমের মাকে জামিন দেননি হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৩:১৭
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের মা আয়েশা আকতারের আগাম জামিন চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। তাকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট জেসমিন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে সোমবার (২২ নভেম্বর) জি কে শামীমের আইনজীবী অ্যাডভোকেট জেসমিন নাহার বলেছিলেন, রবিবার (২১ নভেম্বর) হাইকোর্টে জামিন আবেদনটি এফিডেবিট করলেও অসুস্থতার কারণে পরদিন (নট দিস উইক) এ সপ্তাহ নয় বলে আবেদন জানানো হয়। আদালত সেটি গ্রহণ করে নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জি কে শামীম হাইকোর্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।