পাপিয়া দম্পতির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ০২:৫৩

পাপিয়া দম্পতির বিচার শুরু

যুব মহিলা লীগের বহিষ্কৃত আলোচিত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।

এদিন রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আর্জি জানানো হয়। আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের কাছে দোষী না নির্দোষ তা জানতে চান। জবাবে দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।

এরপর আদালত অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top