ইভ্যালির রাসেলসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪

ইভ্যালির রাসেলসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ২ মামলা

চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছাম্মৎ শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। চট্টগ্রামের ব্যবসায়ী মো. ফারুক বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।

অ্যাডভোকেট মোহাম্মদ সালেহ উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান, প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে দুটি মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাগুলো গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

তিনি বলেন, মামলার বাদী ইভ্যালি থেকে ৭ লাখ ৩০ হাজার টাকার পণ্য অর্ডার দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্যগুলো বুঝে পাননি। পরে ইভ্যালি থেকে দুইটি চেক দেওয়া হয়েছে। একটি ৫ লাখ টাকার ও একটি ২ লাখ ৩০ হাজার টাকার। সেগুলোও ব্যাংকে জমা দিয়ে টাকা তুলতে পারেননি। তাই দুইটি চেক প্রত্যাখ্যাত হওয়ায় মামলাগুলো করেছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top