• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যে কোনো ফার্মকে দিয়ে ইভ্যালির সম্পত্তি অডিট করানো যাবে : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ২৩:৪৫

যে কোনো ফার্মকে দিয়ে ইভ্যালির সম্পত্তি অডিট করানো যাবে : হাইকোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সম্পত্তি যে কোনো নামকরা ফার্মকে দিয়ে অডিট করানো যাবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মঙ্গলবার) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইভ্যালি বোর্ডের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালতে দুটি আবেদন উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে একজন গ্রাহক ইভ্যালির প্রোডাক্টের পেমেন্ট না পাওয়াতে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। তার আবেদনটি নথিভুক্ত করেছেন আদালত। আরেকটি আবেদন করা হয় ইভ্যালির বোর্ডের পক্ষ থেকে।

এর আগে, ২০২১ সালের ১৮ অক্টোবর আদালত একটি আদেশ দিয়েছিলেন ইভ্যালিকে অডিট করবে কেপিএমজি নামের কোম্পানি। ওই কোম্পানি ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা চায়, যা অতিরিক্ত। এ কারণে ইভ্যালি বোর্ড আদালতের কাছে আবেদন করেছে যেন অন্য কোনো অডিট ফার্মকে দিয়ে অডিট করানো যায়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top