ইভ্যালির শেয়ার হস্তান্তরে রাসেলের পরিবারকে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫৬

ইভ্যালির শেয়ার হস্তান্তরে রাসেলের পরিবারকে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের পরিবার ইভ্যালির শেয়ার হস্তান্তর করতে চাচ্ছেন। এ বিষয়ে রাসেলের পরিবারকে বোর্ডের সহযোগিতার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশে ই-কমার্স খাতে কেলেঙ্কারি শুরুর পর তিনমাস ধরে ইভ্যালির কেনা-বেচা এবং পণ্য সরবরাহের কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির আয়ের কোনো সংস্থান নেই। কিন্তু ব্যয় যথারীতি রয়েছে। ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপস বন্ধ রয়েছে। ফেসবুক পাতাতেও গত বছরের ১৮ অক্টোবরের পর নতুন কোনো আপডেট আসেনি।

উল্লেখ্য, ইভ্যালির সাবেক চেয়ারম্যান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সারাদেশে একাধিক মামলা রয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top