সর্বাধিক প্রচলিত আইনগুলো বাংলায় রূপান্তর করার আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৫

সর্বাধিক প্রচলিত আইনগুলো বাংলায় রূপান্তর করার আইনি নোটিশ

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী দেশের সর্বাধিক প্রচলিত আইনগুলো বাংলায় রূপান্তর করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ওই আইনজীবীদের পক্ষে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান, বাংলা একাডেমির মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নোটিশ পাঠানো হয়েছে।

যে ১০ জন নোটিশটি পাঠিয়েছেন- মোস্তাফিজুর রহমান, মীর ওসমান বিন নাসিম, মো. আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জোবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top