‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২১
রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয় ৩০ মার্চ। এ মামলায় রফিকুলসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর আসামি হলেন- মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
গেল বছরের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম। তবে এ মামলায় অন্য তিন আসামির ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।