সয়াবিন তেলের রিটের শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০২:৫৩

সয়াবিন তেলের রিটের শুনানি মঙ্গলবার

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের করা রিট শুনানির জন্য মঙ্গলবার (৮ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। উক্ত দিনের মধ্যে রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে।

রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবীরকে উদ্দেশ্য করে আদালত বলেন, রিট আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার নিয়ে আসুন, আমরা শুনবো। এখানে সবার স্বার্থ জড়িত।

এর আগে ৬ মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top