সম্রাটের জামিন ও চার্জগঠন শুনানি পিছিয়েছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ০২:৫৩
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় তার জামিন আবেদন এবং চার্জগঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিনি কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানির এ দিন ধার্য করেন।
এ সময় সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী। তিনি জামিন শুনানি করতে চাইলে বিচারক সম্রাটের উপস্থিতিতে অভিযোগ গঠন ও জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে ২২ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ পত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।