এসকে সিনহার মামলার প্রতিবেদন ফের পেছাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২, ০২:০০
ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। রবিবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত আগামী ১৬ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিন দুদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন এ তারিখ ধার্য করেন। দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত বছরের ১০ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: এসকে সিনহা মামলার প্রতিবেদন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।