ওসি প্রদীপের দুর্নীতি মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মে ২০২২, ০৭:৪৩
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বুধবার (১১ মে ) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আগামী ২৩ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল আজ। সে অনুযায়ী আজ দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মৎস্য কর্মকর্তা তসলিমা আক্তার ও দুদকের ডাটা কন্ট্রোল অপারেটর শাহাদাত হোসেন। ২৩ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের আদালত দিন ধার্য করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত দুর্নীতি মামলার চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ এবং তার স্ত্রী চুমকির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ওসি প্রদীপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।