শিশু সামিউল হত্যা
মা ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৮
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে পরকীয়ার বলি শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলায় মা ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ শেখ নাজমুল আলমের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু (৪৩)। এছাড়া, দু'জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় দু’জনই পলাতক ছিলেন। জামিনে থাকা এশা গত ২৩ নভেম্বরের পর আর আদালতে হাজির হননি। ওই দিন আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আর শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু (৪৩) আগেই পলাতক ছিলেন।
গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় আদালত ২০ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৩ জুন শিশু সামিউল রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে মায়ের অনৈতিক ঘটনা দেখে ফেলায় শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেয়। পর দিন ২৪জুন বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর পিতা কে এ আজম বাদী হয়ে ২৪ জুন আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এনএফ৭১/আরআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।