নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১২:২৮

নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চার সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে প্রতিষ্ঠানটির জন্য জমি কেনার নামে প্রায় ৩০৪ কোটি টাকা লোপাটের অভিযোগে এদের বিরুদ্ধে মামলা করে দুদক।

সংস্থাটির উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন পাটোয়ারী বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করেন।

চলতি বছরের ৫ মে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়েছিল। এতে ছয়জনকে আসামি করা হলেও অভিযোগপত্রে আরও তিনজনকে যুক্ত করে নয়জনকে আসামি করা হয়েছে। তবে দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে আসামি করা হয়নি।

দুদক সচিব মো. মাহবুব হোসেন চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে ট্রাস্টি বোর্ড। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো বোর্ড অব ট্রাস্টিজ। বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস (রুলস অ্যান্ড রেগুলেশনস) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় একটি দাতব্য, কল্যাণমুখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে ৯ হাজার ৯৭ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত হিসেবে অপরাধজনকভাবে নেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে আত্মসাতের ঘটনা ঘটেছে।

দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার জন্য কোনো চাপ ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগের অনুসন্ধানের পর মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট কিংবা এফআরটি দাখিল করেন। এখানে কোনো অনুসন্ধান বা তদন্তকে জেনারেলাইজ করার সুযোগ নেই।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top