পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ২১:০৬
গণমাধ্যমে পলাতক আসামিদের বক্তব্য, সাক্ষাৎকার, সংবাদ প্রচার, পুনঃপ্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে লিখিত আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তথ্য মন্ত্রণালয় এবং বিটিআরসির প্রতি এ নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ভার্চ্যুয়াল বেঞ্চে এ আবেদন জানানো হয়।
একই সাথে একটি বেসরকারি টিভি চ্যানেলে সোমবার (২৮ ডিসেম্বর) পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার এবং মধ্যরাতে প্রচারিত টকশোর ভিডিও ক্লিপ আদালতে তলব চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন দাখিল করেন। ওইদিন আদালত তাকে এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেন। সে অনুসারে বুধবার (৩০ ডিসেম্বর) লিখিতভাবে এ আবেদন করা হয়।
খুরশীদ আলম খান বলেন, সোমবার রাতে একজন পলাতক আসামির সাক্ষাৎকার প্রচার করা। সেই সাথে রাতের টক-শোতেও ওই আসামিকে লাইভে এনেছে। আমাকেও সংযুক্ত করেছিল। আমি তার কথা শুনে লাইভ থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি তো পলাতক আসামির সঙ্গে টক-শো করতে পারি না।
প্রায় ৩ হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে আছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। আইনের দৃষ্টিতে সে পলাতক আসামি। তাই পিকে হালদারসহ সব আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আবেদন জানিয়েছি। আবেদনটির ওপর আজই শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫০০ কোটি টাকাসহ সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। তখন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এসময় গোপনে কানাডায় পাড়ি জমান তিনি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: পিকে হালদার আদালত নিষেধাজ্ঞা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।