তারেক-জোবায়দার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩, ১৩:৫৭

তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাতীয় সংসদ অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

তিনি বলেন, ‘গত ১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল হওয়ায় পরবর্তী প্রসিডিওর হিসেবে সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারির এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।’

মামলার অভিযোগে বলা হয়, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top