শিশুবক্তা রফিকুল মাদানীর বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩, ০৩:৫৩
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা গাজীপুরের বাসন থানার মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আরও পড়ুন: মজুত গ্যাস দিয়ে ১১ বছরের চাহিদা মেটানো যাবে
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ, এম জুলফিকার হায়াতের আদালতে আসামি অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
বিচার শুরু হওয়া অপর আসামি হলেন, হাফেজ মাসুম বিল্লাহ। এদিন চার্জগঠনের সময় দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন।
রফিকুল ইসলামের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী গণমাধ্যমকে জানান, মাদানীর বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩টি মামলায় জামিনে রয়েছেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।