বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় ২ জন খালাস
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৩, ১১:০২
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এ রায় দেন। রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমীন (২৭) এবং পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে ইউসুফ আলী (২৭)। তারা কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আরও পড়ুন: দেশে প্রথমবার মৃত ব্যক্তির কিডনির সফল প্রতিস্থাপন
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরদিন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই ছাত্রের পাঁচদিন ও দুই শিক্ষকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার আদালতে চার্জশিট দাখিল করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।