চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি রিমান্ডে

সিলেট থেকে | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ০০:৪৭

ফাইল ছবি

সিলেট থেকে দিরাইগামী চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান আসামি শহীদ মিয়াকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ জানুয়ারি) সকালে দিরাই থানা থেকে তাকে আদালতে আনা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজেশ বড়ুয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রিমান্ড শুনানি শেষে বিচারক ৩ দিনের আদেশ দেন।

এর আগে শনিবার (২ জানুয়ারি) ভোরে বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করে প্রথমে সিআইডি সুনামগঞ্জ কার্যালয়ে নেয়া হয়। তাকে ঢাকায় আনার পর আবার তাকে ফিরিয়ে নিয়ে দিরাই থানায় হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) সুমন মালাকার।

এ ঘটনায় ২৭ ডিসেম্বর গভীর রাতে বাসের হেলপার রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে আটক করে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রসঙ্গত, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। সেদিন রাতেই শিক্ষার্থীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top