নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩, ২০:২৮
২০১৮ সালের রাজধানীর কোতোয়ালি থানার নাশকতার একটি মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, নাজিম উদ্দিন ও মো. সোবহান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জনমনে ভীতি প্রদর্শনের জন্য নাশকতা করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।