পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০২:২৩
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দুজন সঙ্গী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক প্রণব ভট্টাচার্য।
তিনি জানান, পিপলস লিজিংয়ের সাবেক কর্ণধার কানাডায় পলাতক পি কে হালদারকে অর্থ আত্মসাৎ বা পাচারে সহযোগিতা করেছেন উজ্জ্বল নন্দী ও রাশেদুল হক। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। সোমবার (২৫ জানুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এ পর্যন্ত পিকে হালদার সংশ্লিষ্টতায় ৬ জনকে গ্রেপ্তার করলো দুদক। গ্রেপ্তার বাকি ৪ জন হলেন- শংখ বেপারী, অবান্তিকা বড়াল, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।