শ্রম আইনের মামলা
ড. ইউনূসের আপিলের ওপর আজ শুনানি
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৩:২২
শ্রম আইনের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে এই শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে আপিল শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির হবেন ড. ইউনূস। একই সঙ্গে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য তিনিসহ চার বিবাদী ট্রাইব্যুনালে আবেদন দাখিল করবেন।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চার জনকে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। আপিলের শর্তে গত পহেলা জানুয়ারি সাজা প্রদানের দিনই আসামিদের এক মাসের জামিন দেন ওই বিচারক। এই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আপিলে শ্রম আদালতের দেওয়া সাজা বাতিল চাওয়া হয়। এখন এই আপিলের ওপর ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।