পিকে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে ৫ মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ২২:৫৫

ফাইল ছবি

প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে কানাডায় পালিয়ে থাকা পি কে হালদারের সংশ্লিষ্ট ৫ টি প্রতিষ্ঠানের ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

রাষ্ট্রীয় এ সংস্থার উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার বাদী হয়ে রোববার (২৪ জানুয়ারি) ৪ টি এবং সোমবার (২৫ জানুয়ারি) অপর মামলাটি দায়ের করেছেন।

দুদক সচিব বলেন, রোববার (২৪ জানুয়ারি) পি কে হালদারের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রোববার একটি এবং সোমবার আরও ৪ টিসহ মোট ৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩ জনকে আসামি করা হয়।

তিনি বলেন, এসব মামলায় বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে এ সব ব্যক্তি মোট ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top