অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ২৩:৩২

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলা দুটির সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী শুনানিতে অংশ নেন।

আলোচিত এই দুটি মামলায় সাহেদ একমাত্র আসামি।

গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর দিয়ে বোরকা পরে ভারতে পালানোর চেষ্টার সময় সাহেদ করিমকে আটক করেন র‌্যাব-৬-এর সদস্যরা। এ সময় তাঁর কাছে থাকা একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, দুই হাজার ৩৩০ ভারতীয় রুপি, তিনটি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁকে সাতক্ষীরায় এনে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top