পুলিশের উপর হামলার অভিযোগে জবির শিক্ষার্থীসহ ৫জন কারাগারে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ০২:২৪

ফাইল ছবি

পুলিশের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় শুক্রবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীসহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান সিফাত, সাজেদুল ইসলাম নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জবি’র কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি গাড়ি ও দোকান ভাঙচুর করেছিল।

তখন মামলার বাদী ও সূত্রাপুর থানার উপপরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাঙচুর করতে নিষেধ করে। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের উপর তারা হামলা চালায়। এ হামলার ঘটনায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সূত্রাপুর থানায় এজাজ আহমেদ রুমি বাদী হয়ে ৫ জনসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top