প্লট দুর্নীতি: এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা
Nasir Uddin | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৫, ১৫:১৮
ক্ষমতার অপব্যবহার করে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট ৮ জন। আর জয়ের বিরুদ্ধে করা মামলায় আসামি করা হয়েছে মোট ১৫ জনকে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
প্রথম মামলায় শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় প্রধান আসামি হিসেবে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত মামলায়, শেখ হাসিনাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে।
এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউক বিভাগের কর্মকর্তাসহ মোট ৮ জন আসামি রয়েছেন। অন্যদিকে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
পূর্বাচল নতুন শহরে শেখ পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে বিগত কিছুদিন ধরে অনুসন্ধান করছিল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।